আমাদের চারপাশে এমন খুব কম মানুষই আছেন, যাঁদের ভ্রমণ পছন্দ নয়। যে কারও ফেসবুক প্রোফাইলে একটু ঢুঁ মেরে দেখুন। দেখবেন অধিকাংশের বায়োতে শখের কাজের জায়গায় অন্যান্য বিষয়ের সঙ্গে ভ্রমণও লেখা আছে। এমন কিছুসংখ্যক মানুষের প্রোফাইলেও এটা লেখা দেখবেন, যিনি হয়তো বিগত এক-দুই বছরে কোথায় ঘুরতে যাননি। তার মানে এই নয় যে তিনি মিথ্যা লিখেছেন। হয়তো ঘুরতে যাওয়ার জন্য সময় বের করতে পারেননি অথবা নিজের সময় হলেও সঙ্গীর অভাবে যাওয়া হয়নি।
from প্রথম আলো https://ift.tt/LylR9bH
via IFTTT