১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। এ সময় মাহবুব উল আলম চৌধুরী চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা-সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ২১ ফেব্রুয়ারির ঠিক আগে তিনি আকস্মিকভাবে জলবসন্ত রোগে আক্রান্ত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর পেয়ে সেই রাতেই রোগশয্যায় শুয়ে তিনি লিখলেন আগুনঝরা কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।
from প্রথম আলো https://ift.tt/ucj2OJD
via IFTTT