প্রভা লাজুক মুখে মুঠোফোন বের করে কিছু খুঁজতে শুরু করল। বুঝলাম কপি করার বিষয়টা পাশ কাটানো গেছে। কিন্তু এত তাড়াতাড়ি যাবে ভাবিনি। এমন সময়ে আবারও লোডশেডিং। চারদিক অন্ধকারে ছেয়ে গেল। মুঠোফোনের আলোয় প্রভার মুখটা ফুটে উঠেছে। তড়িঘড়ি করে যে ফ্ল্যাশলাইট জ্বালাতে যাব, তখনই ফোনটা কেড়ে নিয়ে রেখে দিল প্রভা।
from প্রথম আলো https://ift.tt/C1S4ft5
via IFTTT