ভালোবাসা এখন আর হয় না সেভাবে, এই নিজেকে; কত দিন গায়ে জড়াইনি আমার নীল রঙের প্রিয় শাড়িটি। কপালের অগ্রভাগে পরিনি ভালোবেসে কালো টিপ। এখন মাঝরাতে কষ্টগুলো দিব্যি আমায় ভালোবাসে। শখের ঘুড়িটা নেতিয়ে আছে, জল-কাদায় গড়াগড়ি খেলে। তীব্র ব্যথায় ছটফটিয়ে হৃদয়ে নাচে এক কালবৈশাখী; ভালোবেসে ভেঙেচুরে নিয়েছে সে আমায় তার আপন করে। আমি ভালো আছি, বলতে পারি তোমায় হে পৃথিবী। ভালোবাসতেও শিখব ঠিক একদিন, আবার নিজেকে। কোনো এক চৈত্যের শেষ বিকেলে, নয়তো কোনো ফাল্গুনীর পাতাঝরা বিষণ্ন প্রহরে।
from প্রথম আলো https://ift.tt/6htlP9Z
via IFTTT