বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো দিয়ে যখন হেঁটে যাচ্ছি, বাড়ির গঠন ও পাড়া কাঠামো আমাকে খুবই ভাবিয়ে তুলছে যে এখানকার প্রতিটা বাড়িতে একটা করে মাচা; যেখানে পরিবারের সব সদস্য বসে একসঙ্গে সময় উপভোগ করে। ঘরের কাজগুলোও হয় এই মাচাতে বসেই। পিতা কাজ করবেন, বাচ্চারা পড়াশোনা করবে, খেলবে নাচবে গাইবে, মা জুমে কাজ করতে যাবেন এবং কাজের শেষে তারা যখন একত্র হয়, মাচাতে বসে খাওয়া-ঘুমানোসহ অন্য সাধারণ কাজগুলো হয়; এর মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য মহূর্তগুলোকে আরও গাঢ় বন্ধনে আবদ্ধ করতে পারে। তাদের পরিবেশ ও অবস্থানই তাদের এমন পদক্ষেপগুলো নিতে সহায়ক ভূমিকা হিসেবে পালন করে।
from প্রথম আলো https://ift.tt/NcLAQM7
via IFTTT