কর্মসূচি বাস্তবায়নে কাতার বন্ধুসভার বন্ধুরা ছাড়াও সহযোগিতা করেছে প্রবাসী বন্ধু, সামাজিক ব্যক্তিত্ব, আল জামান ক্লিনিং, জে অ্যান্ড র্যাপ ট্রেডিং ও নিউ স্পেস হসপিটালিটি। বিতরণকালে উপস্থিত ছিলেন আল জামান ক্লিনিংয়ের স্বত্বাধিকারী সাবরিনা আফরোজ ও নিউ স্পেস হসপিটালিটির মোহাম্মদ বায়েজিদ। তাঁরা বন্ধুসভার যেকোনো ভালো কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং প্রবাসের মাটিতে এমন উদ্যোগের প্রশংসা করেন।
from প্রথম আলো https://ift.tt/lz9d67P
via IFTTT