চৈত্রের ঝরাপাতার মতো ঝরে যাওয়া স্বপ্নগুলো বুনেছিলাম সাদামাটা জীবনে। তারপর চৈতালি হাওয়ায় চকিত দৃষ্টিতে অপেক্ষা করতাম এক মাহেন্দ্রক্ষণের অবশেষে অপেক্ষার প্রহর শেষে এল এক পূর্ণ শশী মায়াবী আঁচলে শশীর সহস্র কোমল পাপড়ির স্পর্শে সেদিন খুলে গিয়েছিল রুদ্ধদ্বার। আমার আঁধারের আঙিনায় ঝরে ঝরে পড়েছিল জোছনার ফুল। তার মুঠি মুঠি সৌরভে সুরভিত এখন চারিদিক।
from প্রথম আলো https://ift.tt/c7PmxdG
via IFTTT