যদি ধূসর বাতাসে নীলিমায় গোধূলির আলোমাখা আলোয় মিশে যাই অন্তহীন কালের জন্য; তবু মনে রেখো—তোমার আকাশে তারা ছিলাম অটল এক জনম। কোনো বৈশাখের পাগলাটে বাতাসে ঘনকালো মেঘের উড়ে যাওয়ার মতো আমিও উড়ে যাই, যদি আর না ফিরি; তবু মনে রেখো—যতশত বৈশাখে উড়েছি তোমার তরে। যদি চাঁদ ডুবে যাওয়ার মতো আমিও নিভে যাই, আলো আর না পাও আঁধারে; তবু মনে রেখো—যত জ্যোৎস্না দিয়েছিলাম তোমায়। তবু মনে রেখো—এককালে একজনমে একাধিক যুগ ছিলাম তোমার।
from প্রথম আলো https://ift.tt/eFsuS5m
via IFTTT