গত শুক্রবার প্রথম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে অ্যান্ডারসনের অবসরের সংবাদটি আসে। সামনের গ্রীষ্মেই এ পেসারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ হতে যাচ্ছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। এরপর শনিবার এক বিবৃতিতে অ্যান্ডারসন জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়েই বিদায় বলবেন তিনি।
from প্রথম আলো https://ift.tt/0SL2Yvi
via IFTTT