নিরন্ন আঁধার কী যেন বলে যায় পুরোনো পারফিউমের গন্ধ শুঁকে শুঁকে। বৃষ্টি ভারী হলে— বড্ড বেখেয়ালিপনা। নিকোটিন অনুভূতিগুলো সাঁতরে বেড়ায় জানালার কার্নিশ ঘেঁষে। ছুঁয়ে দিই জলসুতোর ধারা। বৃষ্টির অশ্রু আলাপন। শব্দ ব্যাকরণে কান পেতে শুনি— বৃষ্টিরও আজ মন খারাপের দিন।
from প্রথম আলো https://ift.tt/mIyNhMO
via IFTTT