কখনো আঁধার নামে, কখনো জোয়ার-ভাটা সন্ধ্যাটা ঘনিয়ে এলে, খেলে একাকিত্বের ভেলা। সবই যেন মিছে, অন্ধকার কেবলই রয় চারপাশ দুর্ভাগ্যের পরিতাপে পুড়ে যায় কত স্বপ্নের আবাস। সুখের আশায় নিদ্রাহীন কাটে কারও দুচোখ দিবারাত্রি ভাবনাগুলো কেড়ে নেয় জীবনের সব সুখ!
from প্রথম আলো https://ift.tt/qVWEfc6
via IFTTT