শূন্য কপালে কে বুলিয়ে দেবে সান্ত্বনার হাত? নদীর সমস্ত পানি শুকালে দেখবে ক্ষতচিহ্ন, এ হৃদয়ের আবরণ সরিয়ে দেখো তোমাতে মগ্ন। খোলা জানালায় তাকিয়ে দেখো গহিন রাতে মধুর আলাপনে নক্ষত্র ও চাঁদ একসঙ্গে, কী জানি কেন যে বোঝো না হৃদয়ের কথা, তোমার মন বুঝি পাথরের কারুকার্যে গাঁথা।
from প্রথম আলো https://ift.tt/sC2vhce
via IFTTT