একদিন কথায় কথায় বন্ধুসভার বন্ধু রাজুকে নিজেদের এ অবস্থার কথা জানান আমেনা খাতুন। সেই থেকেই রাজুর মাথায় বিষয়টি ঘুরছিল। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের কথা উঠলে পরিবারটিকে সাহায্য করার প্রস্তাব করেন তিনি। সবাই সম্মতি দেন।
from প্রথম আলো https://ift.tt/5L90wAg
via IFTTT