কিন্তু আইন, শাসন, বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়ে আইন নিজ হাতে তুলে নিয়ে? কার স্বার্থ উদ্ধারে ব্যস্ত আজ এ জনসমাজ? পরতে পরতে ঘুষ আর দুর্নীতি। সোনার হরিণ সরকারি চাকরি হাতছাড়া, তাই বিদেশবিভুঁইয়ে পাড়ি জমানোই সার। রাজনীতি, হেথায় মেধাবীদের কর্ম নয়, তর্কে তর্কে চলে দেশ। স্বাধীন মানুষ, স্বাধীন দেশ মার্জিত বানাতেই শেষ।
from প্রথম আলো https://ift.tt/QGu0pZS
via IFTTT

