চৈত্র হাঁকিছে উঠানে খড় রোদের ঘোড়দৌড়ে, কে হারায়? কদিন বা আছে, কে বাঁচে সময় হলে, মুহূর্তে সবাই ফেরে, যাবার আগে, এই ভূমে, আলোকিত দিনে রুটি রোজগার শেষে হিসাব কষে, সবাই বাড়ি ফেরে, ক্লান্ত পথিক-পাখি নিজ নিজ নীড়ে, সৌভাগ্যবান শেষ নিশ্বাসে ফেরে, ঠিকানায়; অনেক ভিড়ে।
from প্রথম আলো https://ift.tt/aOWUu9v
via IFTTT

