মানুষ হিসেবে কতটা মানানসই জানি না৷ তবে ভালো মানুষ হওয়ার জন্য কখনো চেষ্টার ত্রুটি করিনি। তবু অমানুষ থেকে গেলাম কারও কাছে। এত শত অভিযোগে দোষী সাব্যস্ত আমি। বিনিময়ে পেতে ইচ্ছুক যাবতীয় শাস্তি। এরপরেও আমি মানুষ হতে চাই। মানবিক মানুষ। প্রয়োজনে ভুলের পথ ধরে হেঁটে যাব গন্তব্যহীন জলের ঊর্ধ্বমুখী জীবনের গতিপথে। তখন মুক্তির গান গেয়ে হাসিমুখে বিদায় নেব কল্লোলিত নদীর বুকে মাথা রেখে এক চিলতে কোমল নমনীয়তায়।
from প্রথম আলো https://ift.tt/g32xnGw
via IFTTT