সিলেটে কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা মিলে ‘শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ওটাই আমার প্রথম স্কুল। ওই স্কুলে আমি আর আমার বড় বোনকে একই ক্লাস মানে ক্লাস ওয়ানে ভর্তি করে দেওয়া হয়। যদিও তখন আমার স্কুলে যাওয়ার বয়স হয়নি, তবু যেতাম। ওপরে টিন, চারপাশে মুলিবাঁশের বেড়া আর নতুন মাটির ওপর সাজানো বেঞ্চিতে বসে ক্লাস করতাম। জীবনের প্রথম বন্ধু হয়েছিল ওই স্কুলে। ওর নাম শরীফ। স্কুলটিচার ছিলেন তরুণ মুক্তিযোদ্ধারাই। স্কুল মাঠে কিংবা তার আশপাশে একটা বড় শহীদ মিনার ছিল, সম্ভবত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। ওখানে খুব ছোটবেলা থেকেই ২১ ফেব্রুয়ারিতে খালি পায়ে মায়ের হাত ধরে ঘুম ঘুম চোখে ভোরবেলায় প্রভাতফেরি করে ফুল দিতে গিয়েছিলাম বলে জায়গাটাকে আপন মনে হতো। সিলেট অধ্যায়ে কোনো একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি মিস হয়নি।
from প্রথম আলো https://ift.tt/yC79Qcu
via IFTTT

