বইটির মূল বক্তব্য হলো, অবচেতন মন কখনো ঘুমায় না, এটি সর্বদা কাজ করে। আমরা যদি আমাদের চিন্তা ও বিশ্বাসকে ইতিবাচকভাবে পরিচালনা করতে পারি, তাহলে তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। এ বিষয়ে জোসেফ মার্ফি বলেন, তোমার অবচেতন মন কখনো ঘুমায় না। এটি সব সময় কাজ করে।
from প্রথম আলো https://ift.tt/546ByFz
via IFTTT