আজিজের স্ত্রী জোলেখা ইউসুফের রূপে বিমোহিত হয়ে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু ইউসুফ তা প্রত্যাখ্যান করলে তিনি অপমানিত হয়ে তাঁকে দোষারোপ করেন। এর ফলে ইউসুফ কারাবন্দী হলেও স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতায় খ্যাতি অর্জন করে উচ্চপদে আসীন হন।
from প্রথম আলো https://ift.tt/Tz896o4
via IFTTT

